Wednesday, January 25, 2023

আই লাভ ইউ

 আই লাভ ইউ

Song Name : I Love You
Artist Name : Mahfuz Anam James
Lyrics : James and Bishu Shikdar
Composition : James
Mastering : Shuvo
Recording Studio : Koler Gaan
Drums : Funty
Guitar : Rana
Bass Guitar : Shimul
Lead Guitar and Vocal : James
Keyboard : Kakon
Mouth Organ : Bappy
Manager : Rubaiyyat Thakur Robin
Director : Shahrear Polock
Production House : Prekkha Greehoo Visual Factory
Creative Agency : Papyrus Communications Limited
Label : Bashundhara Digital
I Love You Lyrics In Bengali 












ও বন্ধু,
তোরাই আমার জান
তোরাই আমার গান,
তোদের ছাড়া বন্ধু আর
গাইতে চায় না প্রাণ।
তোরাই আমার জান
তোরাই আমার গান,
তোদের ছাড়া বন্ধু আর
গাইতে চায় না প্রাণ।


এই মঞ্চে আমি মাঠে তুমি
একই সুরে বাঁধা আছি,
একই পথের পথিক মোরা
একই পথে চলি।


দেখা হলো, কথা হলো
আপন মনের টানে,
মুখোমুখি কাটলো সময়
গল্পে গানে গানে।


বন্ধু, তোরাই আমার জান
তোরাই আমার গান,
তোদের ছাড়া বন্ধু আর
গাইতে চায় না প্রাণ।
তোরাই আমার জান
তোরাই আমার গান,
তোদের ছাড়া বন্ধু আর
গাইতে চায় না প্রাণ।
আই লাভ ইউ, আই লাভ ইউ
আই লাভ ইউ, আই লাভ ইউ

সাদা সাদা কালা কালা

 সাদা সাদা কালা কালা

Song Name : Shada Shada Kala Kala
Film Name : Hawa
Singer : Arfan mredha shiblu
Lyrics and Composition : Hashim Mahmud
Music : Emon Chowdhury
Directed by : Mejbaur Rahman Sumon
Cinematographer : Kamrul Hasan Khosru
Editor : Sazal Alok
Produced by : Sun Music And Motion Pictures ltd
Label : Jaaz Multimedia
Shada Shada Kala Kala Lyrics In Bengali
















তুমি বন্ধু কালা পাখি
আমি যেন কি ?
বসন্ত কালে তোমায়
বলতে পারিনি।
সাদা সাদা কালা কালা
রং জমেছে সাদা কালা,
সাদা সাদা কালা কালা
রং জমেছে সাদা কালা,
হইছি আমি মন পাগলা
বসন্ত কালে ..
তুমি বন্ধু কালা পাখি
আমি যেন কি ?
বসন্ত কালে তোমায়
বলতে পারিনি,
বসন্ত কালে তোমায়
বলতে পারিনি।।
পিরিত ভালা গলার মালা
বল্লে কি আর হয়,
যারে ভালো লাগে আমার
দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু
চোখে নেশা হয়।
সাদা সাদা কালা কালা
রঙ জমেছে সাদা কালা,
সাদা সাদা কালা কালা
রঙ জমেছে সাদা কালা,
হইছি আমি মন পাগলা
বসন্ত কালে ..
তুমি বন্ধু কালা পাখি
আমি যেন কি ?
বসন্ত কালে তোমায়
বলতে পারিনি,
বসন্ত কালে তোমায়
বলতে পারিনি 

পাপড়ি কেন বোঝে না

 পাপড়ি কেন বোঝে না : 

আজম খান

কন্ঠঃ আজম খান
কথাঃ আজম খান
সুরঃ আজম খান















সারা রাত জেগে জেগে,
কত কথাই আমি ভাবি।
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না।
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না।


তুমি আমি কেন দূরে দূরে?
খুঁজে বেড়াই ঘুরে ঘুরে।
মন কি যে চায়,
কাটে শুধু বেদনায়।
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না।
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না।


মায়া ভরা পৃথিবী ছেড়ে,
চলে যাবো চিরতরে।
সবাই চলে যায়,
কতটুকুই বা পায়।
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না

Sunday, January 22, 2023

রেললাইনের ঐ বস্তিতে আজম খান

 রেললাইনের ঐ বস্তিতে 

আজম খান

.............................. আজম খান......................

রেললাইনের ঐ বস্তিতে

জন্মেছিল একটি ছেলে

মা তাঁর কাঁদে

ছেলেটি মরে গেছে

হায়রে আমার বাংলাদেশ

বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ


রেললাইনের ঐ বস্তিতে

জন্মেছিল একটি ছেলে



মা তাঁর কাঁদে

ছেলেটি মরে গেছে

হায়রে আমার বাংলাদেশ

বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ


কত আশা ছিল তাঁর জীবনে

সব স্মৃতি রেখে গেল মরণে

কত আশা ছিল তাঁর জীবনে

সব স্মৃতি রেখে গেল মরণে

মা তাঁর পাশে চেয়ে বসে আছে

হায়রে আমার বাংলাদেশ

বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ


কত মার অশ্রু আজ নয়নে

কে তা বোজাবে বা কেমনে

কত মার অশ্রু আজ নয়নে

কে তা বোজাবে বা কেমনে

যে চলে যায় সে কি ফিরে আসে

হায়রে আমার বাংলাদেশ

বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ


রেললাইনের ঐ বস্তিতে

জন্মেছিল একটি ছেলে


মা তাঁর কাঁদে

ছেলেটি মরে গেছে

হায়রে আমার বাংলাদেশ

বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ


Tuesday, January 17, 2023

আগে যদি জানতাম রে বন্ধু

 শিরোনামঃ আগে যদি জানতাম রে বন্ধু

কন্ঠঃ মমতাজ

কথাঃ কৃষ্ণকলি ইসলাম

সুরঃ কৃষ্ণকলি ইসলাম

সঙ্গীতায়োজনঃ অর্ণব

সংগীত পরিচালনাঃ ইকবাল এ. কবির

মুভিঃ মনপুরা



আগে যদি জানতাম রে বন্ধু

তুমি হইবা পর

ছাড়িতাম কি বাড়ি আমার

ছাড়িতাম না ঘর


উজানে ভাসাইলাম নাও

ভাটি কোথাও নাই

আমি আমার ছিলাম নাকি

তুমি কোথাও না

পীরিতে সাজায়েছি রঙ

বাসরে বাঁশি

সুরে সুরে সুরমালা

ভিতরে ফাঁকি


আগে যদি জানতাম রে বন্ধু

তুমি হইবা পর

ছাড়িতাম কি বাড়ি আমার

ছাড়িতাম না ঘর