Sunday, January 22, 2023

রেললাইনের ঐ বস্তিতে আজম খান

 রেললাইনের ঐ বস্তিতে 

আজম খান

.............................. আজম খান......................

রেললাইনের ঐ বস্তিতে

জন্মেছিল একটি ছেলে

মা তাঁর কাঁদে

ছেলেটি মরে গেছে

হায়রে আমার বাংলাদেশ

বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ


রেললাইনের ঐ বস্তিতে

জন্মেছিল একটি ছেলে



মা তাঁর কাঁদে

ছেলেটি মরে গেছে

হায়রে আমার বাংলাদেশ

বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ


কত আশা ছিল তাঁর জীবনে

সব স্মৃতি রেখে গেল মরণে

কত আশা ছিল তাঁর জীবনে

সব স্মৃতি রেখে গেল মরণে

মা তাঁর পাশে চেয়ে বসে আছে

হায়রে আমার বাংলাদেশ

বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ


কত মার অশ্রু আজ নয়নে

কে তা বোজাবে বা কেমনে

কত মার অশ্রু আজ নয়নে

কে তা বোজাবে বা কেমনে

যে চলে যায় সে কি ফিরে আসে

হায়রে আমার বাংলাদেশ

বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ


রেললাইনের ঐ বস্তিতে

জন্মেছিল একটি ছেলে


মা তাঁর কাঁদে

ছেলেটি মরে গেছে

হায়রে আমার বাংলাদেশ

বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ


No comments:

Post a Comment