Tuesday, January 17, 2023

আগে যদি জানতাম রে বন্ধু

 শিরোনামঃ আগে যদি জানতাম রে বন্ধু

কন্ঠঃ মমতাজ

কথাঃ কৃষ্ণকলি ইসলাম

সুরঃ কৃষ্ণকলি ইসলাম

সঙ্গীতায়োজনঃ অর্ণব

সংগীত পরিচালনাঃ ইকবাল এ. কবির

মুভিঃ মনপুরা



আগে যদি জানতাম রে বন্ধু

তুমি হইবা পর

ছাড়িতাম কি বাড়ি আমার

ছাড়িতাম না ঘর


উজানে ভাসাইলাম নাও

ভাটি কোথাও নাই

আমি আমার ছিলাম নাকি

তুমি কোথাও না

পীরিতে সাজায়েছি রঙ

বাসরে বাঁশি

সুরে সুরে সুরমালা

ভিতরে ফাঁকি


আগে যদি জানতাম রে বন্ধু

তুমি হইবা পর

ছাড়িতাম কি বাড়ি আমার

ছাড়িতাম না ঘর

No comments:

Post a Comment