জনপ্রিয় গানের লিরিক্স
আধুনিক গানের লিরিক্স
ফোক গানের লিরিক্স
বাউল গানের লিরিক
বাংলা গানের লিরিক্স । Bangla Song Lyrics | Bangla lyrics | বাংলা গানের লিরিক্স |বাংলা গানের কথামালা | বাংলা লিরিক | বাংলা গানের কথা | বাংলা গান | বাংলা মিউজিক লিরিক | বাংলা বিভিন্ন ধরনের গানের কথা | Hinde Song Lyrics | song lyrics bangla | জনপ্রিয় গানের লিরিক্স | আধুনিক গানের লিরিক্স | ফোক গানের লিরিক্স | বাউল গানের লিরিক | bangla lyrics songs 4you |
Tuesday, February 6, 2018
Saturday, February 3, 2018
লুটপাট হয়ে যাবে গায়কঃ জেমস
চলতি পথে জাদুকর ভালবাসা
প্রেমিক ডাকাতের মত
তোমাকে ছিনিয়ে নেবে।
মৌসুমী বাতাসে
উড়ে যাবে ভালবাসা
হৃদয়ের চোড়াপথে
তুমি হারিয়ে যাবে
তুমি লুটপাট হয়ে যাবে
তুমি চৌচির হয়ে যাবে
চোখের ইশারায়
ছুড়ে দেব সুতীক্ষ্ণ চুম্বন
তুমি দিশেহারা হয়ে যাবে
তুমি পথহারা হয়ে যাবে
অনন্ত আকাশে উড়ে যাবে ভালবাসা
অন্তরে মাঠেঘাটে
তুমি সব বিকিয়ে দেবে
এই চোখে তাকিয়ো না
লুটপাট হয়ে যাবে
তুমি এই চোখে তাকিয়ো না
লুটপাট হয়ে যাবে
তর্জনি উচিয়ে জ্বেলে দেব
সবুজ আগুন
তুমি নজরবন্দী হয়ে যাবে
তুমি ঘুমহারা হয়ে যাবে
নিশাচন স্বপনে আততায়ী ভালবাসা
ভবঘুরে এই বুক
তোমাকে কাছে টেনে নেবে।
এই চোখে তাকিয়ো না
লুটপাট হয়ে যাবে
তুমি এই চোখে তাকিয়ো না
চৌচির হয়ে যাবে
এই চোখে তাকিয়ো না
লুটপাট হয়ে যাবে
চৌচির হয়ে যাবে
গায়কঃ জেমস
প্রেমিক ডাকাতের মত
তোমাকে ছিনিয়ে নেবে।
মৌসুমী বাতাসে
উড়ে যাবে ভালবাসা
হৃদয়ের চোড়াপথে
তুমি হারিয়ে যাবে
তুমি লুটপাট হয়ে যাবে
তুমি চৌচির হয়ে যাবে
চোখের ইশারায়
ছুড়ে দেব সুতীক্ষ্ণ চুম্বন
তুমি দিশেহারা হয়ে যাবে
তুমি পথহারা হয়ে যাবে
অনন্ত আকাশে উড়ে যাবে ভালবাসা
অন্তরে মাঠেঘাটে
তুমি সব বিকিয়ে দেবে
এই চোখে তাকিয়ো না
লুটপাট হয়ে যাবে
তুমি এই চোখে তাকিয়ো না
লুটপাট হয়ে যাবে
তর্জনি উচিয়ে জ্বেলে দেব
সবুজ আগুন
তুমি নজরবন্দী হয়ে যাবে
তুমি ঘুমহারা হয়ে যাবে
নিশাচন স্বপনে আততায়ী ভালবাসা
ভবঘুরে এই বুক
তোমাকে কাছে টেনে নেবে।
এই চোখে তাকিয়ো না
লুটপাট হয়ে যাবে
তুমি এই চোখে তাকিয়ো না
চৌচির হয়ে যাবে
এই চোখে তাকিয়ো না
লুটপাট হয়ে যাবে
চৌচির হয়ে যাবে
গায়কঃ জেমস
Friday, February 2, 2018
আমি তারায় তারায় রটিয়ে দেবো গায়কঃ জেমস
সুন্দরীতমা আমার
তুমি নিলীমার দিকে তাকিয়ে বলতে পারো
এই আকাশ আমার।
নীলাকাশ রবে নিরুত্তর
মানুষ আমি চেয়ে দেখো
নীলাকাশ রবে নিরুত্তর
যদি তুমি বলো আমি একান্ত তোমার,
আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেবো আমি তোমার।
ক্যামেলিয়া হাতে এই সন্ধ্যায়
ভালবেসে যতো খুশি বলতে পারো এই ফুল আমার।
ফুল শুধু ছড়াবে সৌরভ লজ্জায় বলবে না কিছু
ফুল শুধু ছড়াবে সৌরভ লজ্জায় বলবে না কিছুই
ফুল থাকবে নিরব।
আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেবো আমি তোমার।
জোছনা লুটালে তুমি অধিকার নিয়ে বলতে পারো
এই জোছনা আমার।
এই চাঁদ খুঁজবে না উত্তর একবার যদি বলো
এই চাঁদ খুঁজবে না উত্তর একবার যদি বলো আমাকে
আমি থাকবো না নির্বাক,
আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেবো আমি তোমার।
আমি তারায় তারায় রটিয়ে দেবো
আমি তোমার তুমি আমার।
গানের কথাঃ কবি শামসুর রাহমানের কবিতা অবলম্বনে
গায়কঃ জেমস
অ্যালবামঃ নগর বাউল
তুমি নিলীমার দিকে তাকিয়ে বলতে পারো
এই আকাশ আমার।
নীলাকাশ রবে নিরুত্তর
মানুষ আমি চেয়ে দেখো
নীলাকাশ রবে নিরুত্তর
যদি তুমি বলো আমি একান্ত তোমার,
আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেবো আমি তোমার।
ক্যামেলিয়া হাতে এই সন্ধ্যায়
ভালবেসে যতো খুশি বলতে পারো এই ফুল আমার।
ফুল শুধু ছড়াবে সৌরভ লজ্জায় বলবে না কিছু
ফুল শুধু ছড়াবে সৌরভ লজ্জায় বলবে না কিছুই
ফুল থাকবে নিরব।
আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেবো আমি তোমার।
জোছনা লুটালে তুমি অধিকার নিয়ে বলতে পারো
এই জোছনা আমার।
এই চাঁদ খুঁজবে না উত্তর একবার যদি বলো
এই চাঁদ খুঁজবে না উত্তর একবার যদি বলো আমাকে
আমি থাকবো না নির্বাক,
আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেবো আমি তোমার।
আমি তারায় তারায় রটিয়ে দেবো
আমি তোমার তুমি আমার।
গানের কথাঃ কবি শামসুর রাহমানের কবিতা অবলম্বনে
গায়কঃ জেমস
অ্যালবামঃ নগর বাউল
Thursday, February 1, 2018
নীরবে অভিমানী নিভৃতে শিল্পী জেমস
নীরবে অভিমানী নিভৃতে
করেছ তিলে তিলে নিজেকে শেষ
কেন বলো পৃথিবীতে কেউ কারো নয়
হয়ে গেছে ভালোবাসা নিঃশেষ
বন্ধু ভেঙে ফেল এই কারাগার
খুলে দাও…খুলে দাও এ হৃদয়ে প্রেমেরই দ্বার
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গানই শেষ গান
হতেও পারে আমাদের এই মিলনমেলাই এক ইতিহাস
হতেও পারে তোমার শীতল চোখটাই যেন এক উচ্ছ্বাস
হতেও পারে বিষাদের এই জনপথ প্রণয়ের তীর্থ
হতেও পারে তোমার একটু নীরবতায় সে ব্যর্থ
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গানই শেষ গান।।
শিল্পীঃ জেমস
করেছ তিলে তিলে নিজেকে শেষ
কেন বলো পৃথিবীতে কেউ কারো নয়
হয়ে গেছে ভালোবাসা নিঃশেষ
বন্ধু ভেঙে ফেল এই কারাগার
খুলে দাও…খুলে দাও এ হৃদয়ে প্রেমেরই দ্বার
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গানই শেষ গান
হতেও পারে আমাদের এই মিলনমেলাই এক ইতিহাস
হতেও পারে তোমার শীতল চোখটাই যেন এক উচ্ছ্বাস
হতেও পারে বিষাদের এই জনপথ প্রণয়ের তীর্থ
হতেও পারে তোমার একটু নীরবতায় সে ব্যর্থ
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গানই শেষ গান।।
শিল্পীঃ জেমস
Wednesday, January 31, 2018
দুঃখ কেন করো রে মন শিল্পী জেমস
দুঃখ কেন করো রে মন
দুঃখ তোমার ঘুঁচবে না ও মন
দুঃখ যদি নাই বা পাবে
সুখের কদর বুঝতে না হে
কাঁদতে কেন চাও রে ও মন
কান্না তোমার ফুরাবে না যখন
কাঁদতে গিয়ে হেসো এবার
শোকের লগন মিলবে না আর
কান্না নিয়েই জীবন শুরু
কান্না নিয়েই জীবন শেষ
মধ্যেখানে থাক না শুধু
আনন্দ আর হাসির রেশ
দুঃখ তোমার ঘুঁচবে না ও মন
দুঃখ যদি নাই বা পাবে
সুখের কদর বুঝতে না হে
কাঁদতে কেন চাও রে ও মন
কান্না তোমার ফুরাবে না যখন
কাঁদতে গিয়ে হেসো এবার
শোকের লগন মিলবে না আর
কান্না নিয়েই জীবন শুরু
কান্না নিয়েই জীবন শেষ
মধ্যেখানে থাক না শুধু
আনন্দ আর হাসির রেশ
শিল্পীঃ জেমস
Tuesday, January 30, 2018
স্টেশন রোডে জীবন ধারা শিল্পীঃ জেমস
স্টেশন রোডে
জীবন ধারা
ফুটপাথের ঐ নগর নটিরা
ভাতের আশায় দিচ্ছে শরীর
যেন ত্রিমাত্রিক জীবন্ত ছবি
স্টেডিয়ামের জরিনা বিবি
ভিষন জ্বরে ঘুম আসেনা
ভাতের আশায় দিচ্ছে শরীর
যেন ত্রিমাত্রিক জীবন্ত ছবি
লোভী দৃষ্টি এখানে সেখানে
ছড়িয়ে আছে কিছু মাংসপিন্ড
অসহায় মানুষের আর্তনাদে
মেঘনা যমুনার পাড় ভাঙে
কত সুন্দর সব স্বপ্নকলি
অসময়ে হায় হয়রে পতন
অনিন্দ কোলাহল থমকে যায়
বেড়েই চলে শুধু মৃত আশা
এসো সবাই মিলে গড়ে তুলি
আনকোড়া এক নতুন সমাজ
ধর্মের ব্যারিকেড ভেঙে ফেলো
স্বাধীনভাবে কিছু ভাবতে শেখো
লোভী দৃষ্টি এখানে সেখানে
ছড়িয়ে আছে কিছু মাংসপিন্ড
অসহায় মানুষের আর্তনাদে
মেঘনা যমুনার পাড় ভাঙে
জেমস
এ্যলবাম – স্টেশনরোড
জীবন ধারা
ফুটপাথের ঐ নগর নটিরা
ভাতের আশায় দিচ্ছে শরীর
যেন ত্রিমাত্রিক জীবন্ত ছবি
স্টেডিয়ামের জরিনা বিবি
ভিষন জ্বরে ঘুম আসেনা
ভাতের আশায় দিচ্ছে শরীর
যেন ত্রিমাত্রিক জীবন্ত ছবি
লোভী দৃষ্টি এখানে সেখানে
ছড়িয়ে আছে কিছু মাংসপিন্ড
অসহায় মানুষের আর্তনাদে
মেঘনা যমুনার পাড় ভাঙে
কত সুন্দর সব স্বপ্নকলি
অসময়ে হায় হয়রে পতন
অনিন্দ কোলাহল থমকে যায়
বেড়েই চলে শুধু মৃত আশা
এসো সবাই মিলে গড়ে তুলি
আনকোড়া এক নতুন সমাজ
ধর্মের ব্যারিকেড ভেঙে ফেলো
স্বাধীনভাবে কিছু ভাবতে শেখো
লোভী দৃষ্টি এখানে সেখানে
ছড়িয়ে আছে কিছু মাংসপিন্ড
অসহায় মানুষের আর্তনাদে
মেঘনা যমুনার পাড় ভাঙে
জেমস
এ্যলবাম – স্টেশনরোড
Monday, January 29, 2018
বাংলাদেশ শিল্পীঃ জেমস
তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজায় কবিতায়
আছো সরোয়ার্দী,শেরেবাংলা, ভাসানীর শেষ ইচ্ছায়
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন,
তুমি ছেলে হারা মা জাহানারা ঈমামের একাত্তরের দিনগুলি
তুমি জসীম উদ্দিনের নকশী কাথার মাঠ, মুঠো মুঠো সোনার ধুলি,
তুমি তিরিশ কিংবা তার অধিক লাখো শহীদের প্রান
তুমি শহীদ মিনারে প্রভাত ফেরীর, ভাই হারা একুশের গান,
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।
তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মম্ শীর
তুমি রক্তের কালিতে লেখা নাম, সাত শ্রেষ্টবীর
তুমি সুরের পাখি আব্বাসের, দরদ ভরা সেই গান
তুমি আব্দুল আলীমের সর্ব্নাশা পদ্মা নদীর টান।
তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার
তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের, শাণীত চুরির ধার
তুমি জয়নুল আবেদীন, এস এম সুলতানের রঙ তুলীর আছড়
শহীদুল্লা কায়সার, মুনীর চৌধুরীর নতুন দেখা সেই ভোর।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।
তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজায় কবিতায়
তুমি বাঙ্গালীর গর্ব, বাঙ্গালীর প্রেম প্রথম ও শেষ ছোঁয়ায়,
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন
তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে উঠ সুমধুর,
তুমি রাগে অনুরাগে মুক্তি সংগ্রামের সোনা ঝরা সেই রোদ্দুর
তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার, অভিমানের সংসার
তুমি ক্রন্দন, তুমি হাসি, তুমি জাগ্রত শহীদ মিনার
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।
আছো সরোয়ার্দী,শেরেবাংলা, ভাসানীর শেষ ইচ্ছায়
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন,
তুমি ছেলে হারা মা জাহানারা ঈমামের একাত্তরের দিনগুলি
তুমি জসীম উদ্দিনের নকশী কাথার মাঠ, মুঠো মুঠো সোনার ধুলি,
তুমি তিরিশ কিংবা তার অধিক লাখো শহীদের প্রান
তুমি শহীদ মিনারে প্রভাত ফেরীর, ভাই হারা একুশের গান,
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।
তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মম্ শীর
তুমি রক্তের কালিতে লেখা নাম, সাত শ্রেষ্টবীর
তুমি সুরের পাখি আব্বাসের, দরদ ভরা সেই গান
তুমি আব্দুল আলীমের সর্ব্নাশা পদ্মা নদীর টান।
তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার
তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের, শাণীত চুরির ধার
তুমি জয়নুল আবেদীন, এস এম সুলতানের রঙ তুলীর আছড়
শহীদুল্লা কায়সার, মুনীর চৌধুরীর নতুন দেখা সেই ভোর।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।
তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজায় কবিতায়
তুমি বাঙ্গালীর গর্ব, বাঙ্গালীর প্রেম প্রথম ও শেষ ছোঁয়ায়,
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন
তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে উঠ সুমধুর,
তুমি রাগে অনুরাগে মুক্তি সংগ্রামের সোনা ঝরা সেই রোদ্দুর
তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার, অভিমানের সংসার
তুমি ক্রন্দন, তুমি হাসি, তুমি জাগ্রত শহীদ মিনার
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।
Sunday, January 28, 2018
সমাধি (ঐ ওপারের ডাক) শিল্পী জেমস
ঐ ওপারের ডাক, এসে গেছে
শেষ খেঁয়া বুঝি হবে পাঁড়ি দিতে,
তুমি আসনি অভিমানী, এই মনে
অভিমান ভেঙ্গে কোন খোঁজ নিতে,
তুমি এসোনা ফুল দিতে, আমার সমাধীতে
সেই সৌরভ মাটি পাবে সব
কিছু পারবোনা আমি নিতে।
অস্তাচলে সূর্য ডুবে গেলে
ফিরিয়ে, তাকে কি আনা যায়,
ব্যাথার দীর্নতা তোমায় ভাবাবে
বুঝবে একজন ছিল ভালোবাসত তোমায়।
তুমি এসোনা ফুল দিতে, আমার সমাধীতে
সেই সৌরভ মাটি পাবে সব
কিছু পারবোনা আমি নিতে।
লোনাজ্বলে প্রাণহীন অপ্সরী
হয়তো দুচোখ তোমার ভিজে উঠবে
তখন আমি অনেক অনেক দূরে
পৃথিবী তোমার অসহনীয় মনে হবে।
তুমি এসোনা ফুল দিতে, আমার সমাধীতে
সেই সৌরভ মাটি পাবে সব
কিছু পারবোনা আমি নিতে।
শিল্পীঃ জেমস
শেষ খেঁয়া বুঝি হবে পাঁড়ি দিতে,
তুমি আসনি অভিমানী, এই মনে
অভিমান ভেঙ্গে কোন খোঁজ নিতে,
তুমি এসোনা ফুল দিতে, আমার সমাধীতে
সেই সৌরভ মাটি পাবে সব
কিছু পারবোনা আমি নিতে।
অস্তাচলে সূর্য ডুবে গেলে
ফিরিয়ে, তাকে কি আনা যায়,
ব্যাথার দীর্নতা তোমায় ভাবাবে
বুঝবে একজন ছিল ভালোবাসত তোমায়।
তুমি এসোনা ফুল দিতে, আমার সমাধীতে
সেই সৌরভ মাটি পাবে সব
কিছু পারবোনা আমি নিতে।
লোনাজ্বলে প্রাণহীন অপ্সরী
হয়তো দুচোখ তোমার ভিজে উঠবে
তখন আমি অনেক অনেক দূরে
পৃথিবী তোমার অসহনীয় মনে হবে।
তুমি এসোনা ফুল দিতে, আমার সমাধীতে
সেই সৌরভ মাটি পাবে সব
কিছু পারবোনা আমি নিতে।
শিল্পীঃ জেমস
Saturday, January 27, 2018
তোমাদের মাঝে কি কেউ আছে বন্ধু আমার শিল্পী: জেমস
তোমাদের মাঝে কি কেউ আছে বন্ধু আমার
তোমাদের মাঝে কি কেউ আছে পথ ভোলা
তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার
তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ জ্বালা
ওরে কে আছে মুক্ত জীবন নিয়ে ছন্নছাড়া-
আপনাকে ভালোবেসে আপনদেশে ঠিকানাহারা
তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার
তবে বন্ধু নৌকা ভেড়াও শুনাবো গান আজ সারারাত
যদি বুঝতে না চাও এই বুকের ভেতর কতো যন্ত্রণা
যদি দেখতে না চাও এই ছলনার ভীড়ে হারানো প্রেম
তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার
তবে বন্ধু নৌকা ভেড়াও শুনাবো গান আজ সারারাত
প্রিয়তমা হারা কেউ কি আছো
মা-হারা বাবা-হারা সন্তান-হারা কেউ কি আছো
তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার
তবে বন্ধু নৌকা ভেড়াও শুনাবো গান আজ সারারাত
ঠিকানাবিহীন ঠিকানার খুঁজে-
যদি পেতে চাও ভালোবাসা এসো আমার কাছে
তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার
তবে বন্ধু নৌকা ভেড়াও শুনাবো গান আজ সারারাত ।।
শিল্পী: জেমস
তোমাদের মাঝে কি কেউ আছে পথ ভোলা
তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার
তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ জ্বালা
ওরে কে আছে মুক্ত জীবন নিয়ে ছন্নছাড়া-
আপনাকে ভালোবেসে আপনদেশে ঠিকানাহারা
তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার
তবে বন্ধু নৌকা ভেড়াও শুনাবো গান আজ সারারাত
যদি বুঝতে না চাও এই বুকের ভেতর কতো যন্ত্রণা
যদি দেখতে না চাও এই ছলনার ভীড়ে হারানো প্রেম
তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার
তবে বন্ধু নৌকা ভেড়াও শুনাবো গান আজ সারারাত
প্রিয়তমা হারা কেউ কি আছো
মা-হারা বাবা-হারা সন্তান-হারা কেউ কি আছো
তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার
তবে বন্ধু নৌকা ভেড়াও শুনাবো গান আজ সারারাত
ঠিকানাবিহীন ঠিকানার খুঁজে-
যদি পেতে চাও ভালোবাসা এসো আমার কাছে
তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার
তবে বন্ধু নৌকা ভেড়াও শুনাবো গান আজ সারারাত ।।
শিল্পী: জেমস
Friday, January 26, 2018
দুঃখিনী দুঃখ করো না
চেয়ে দেখ উঠেছে নতুন সূর্য
পথে পথে রাজপথে চেয়ে দেখ
রংয়ের খেলা
ঘরে বসে থেকে লাভ কী বলো
এসো চুল খুলে পথে নামি,
এসো উল্লাস করি
দুঃখিনী দুঃখ করো না,
দুঃখিনী দুঃখিনী
আঁধারের সিঁদ কেটে আলোতে এসো
চোখের বোরখা নামিয়ে দেখো জোছনার গালিচা
ঘর ছেড়ে তুমি বাইরে এসো
চেয়ে দেখো রংধনু,
চেয়ে দেখো সাতরং
দুঃখিনী দুঃখ করো না,
দুঃখিনী দুঃখিনী
মিছিলের ভিড় ঠেলে সামনে এসো
দুঃখের পৃষ্ঠা উল্টে দেখো স্বপ্নের বাগিচা
ঘরে বসে থেকে লাভ কী বলো
এসো হাতে হাত রাখি এসো গান করি
দুঃখিনী দুঃখ করো না,
দুঃখিনী দুঃখিনী
পথে পথে রাজপথে চেয়ে দেখ
রংয়ের খেলা
ঘরে বসে থেকে লাভ কী বলো
এসো চুল খুলে পথে নামি,
এসো উল্লাস করি
দুঃখিনী দুঃখ করো না,
দুঃখিনী দুঃখিনী
আঁধারের সিঁদ কেটে আলোতে এসো
চোখের বোরখা নামিয়ে দেখো জোছনার গালিচা
ঘর ছেড়ে তুমি বাইরে এসো
চেয়ে দেখো রংধনু,
চেয়ে দেখো সাতরং
দুঃখিনী দুঃখ করো না,
দুঃখিনী দুঃখিনী
মিছিলের ভিড় ঠেলে সামনে এসো
দুঃখের পৃষ্ঠা উল্টে দেখো স্বপ্নের বাগিচা
ঘরে বসে থেকে লাভ কী বলো
এসো হাতে হাত রাখি এসো গান করি
দুঃখিনী দুঃখ করো না,
দুঃখিনী দুঃখিনী
Thursday, January 25, 2018
জেল থেকে আমি বলছি শিল্পী: জেমস
দিন রাত এখানেই থমকে গেছে
কনডেম সেলের পাথর দেয়ালে
প্রতি নি:শ্বাসে মৃত্যুর দিন আমি গুনছি
শোনো… জেল থেকে আমি বলছি ।।
কতদিন আকাশ দেখিনা আমি
দেখতে পারিনা চাঁদ তারা আর
বদ্ধভূমির এই সেল টা আমার স্মৃতির স্বপন হারাবার
তাই শেষ ক’টি দিন
তোমাকে ভাবি
বাতাসকে চুপি চুপি বলছি
শোনো জেল থেকে আমি বলছি ।।
জীবনের এই ক্ষনে ইচ্ছেগুলো
ডানা মেলে হয়ে গেছে অন্ধ
অবুঝ মনটা শুধু চায় যে নিতে
তোমার চুলের মৃদু গন্ধ
তোমার এই মুখ খানি বুকে ধরে
জীবন মৃত্যুর মাঝে দুলছি
শোনো… জেল থেকে আমি বলছি ।।
শিল্পী: জেমস
কনডেম সেলের পাথর দেয়ালে
প্রতি নি:শ্বাসে মৃত্যুর দিন আমি গুনছি
শোনো… জেল থেকে আমি বলছি ।।
কতদিন আকাশ দেখিনা আমি
দেখতে পারিনা চাঁদ তারা আর
বদ্ধভূমির এই সেল টা আমার স্মৃতির স্বপন হারাবার
তাই শেষ ক’টি দিন
তোমাকে ভাবি
বাতাসকে চুপি চুপি বলছি
শোনো জেল থেকে আমি বলছি ।।
জীবনের এই ক্ষনে ইচ্ছেগুলো
ডানা মেলে হয়ে গেছে অন্ধ
অবুঝ মনটা শুধু চায় যে নিতে
তোমার চুলের মৃদু গন্ধ
তোমার এই মুখ খানি বুকে ধরে
জীবন মৃত্যুর মাঝে দুলছি
শোনো… জেল থেকে আমি বলছি ।।
শিল্পী: জেমস
দুঃখিনী দুঃখ করো না শিল্পী: জেমস
চেয়ে দেখ উঠেছে নতুন সূর্য
পথে পথে রাজপথে চেয়ে দেখ
রংয়ের খেলা
ঘরে বসে থেকে লাভ কী বলো
এসো চুল খুলে পথে নামি,
এসো উল্লাস করি
দুঃখিনী দুঃখ করো না,
দুঃখিনী দুঃখিনী
আঁধারের সিঁদ কেটে আলোতে এসো
চোখের বোরখা নামিয়ে দেখো জোছনার গালিচা
ঘর ছেড়ে তুমি বাইরে এসো
চেয়ে দেখো রংধনু,
চেয়ে দেখো সাতরং
দুঃখিনী দুঃখ করো না,
দুঃখিনী দুঃখিনী
মিছিলের ভিড় ঠেলে সামনে এসো
দুঃখের পৃষ্ঠা উল্টে দেখো স্বপ্নের বাগিচা
ঘরে বসে থেকে লাভ কী বলো
এসো হাতে হাত রাখি এসো গান করি
দুঃখিনী দুঃখ করো না,
দুঃখিনী দুঃখিনী
পথে পথে রাজপথে চেয়ে দেখ
রংয়ের খেলা
ঘরে বসে থেকে লাভ কী বলো
এসো চুল খুলে পথে নামি,
এসো উল্লাস করি
দুঃখিনী দুঃখ করো না,
দুঃখিনী দুঃখিনী
আঁধারের সিঁদ কেটে আলোতে এসো
চোখের বোরখা নামিয়ে দেখো জোছনার গালিচা
ঘর ছেড়ে তুমি বাইরে এসো
চেয়ে দেখো রংধনু,
চেয়ে দেখো সাতরং
দুঃখিনী দুঃখ করো না,
দুঃখিনী দুঃখিনী
মিছিলের ভিড় ঠেলে সামনে এসো
দুঃখের পৃষ্ঠা উল্টে দেখো স্বপ্নের বাগিচা
ঘরে বসে থেকে লাভ কী বলো
এসো হাতে হাত রাখি এসো গান করি
দুঃখিনী দুঃখ করো না,
দুঃখিনী দুঃখিনী
শিল্পী: জেমস
Wednesday, January 24, 2018
যেদিন বন্ধু চলে যাব শিল্পী: জেমস
যেদিন বন্ধু চলে যাব, চলে যাব বহুদূরে
ক্ষমা করে দিও আমায়, ক্ষমা করে দিও
মনে রেখ কেবল একজন ছিল, ভালবাসত শুধু তোমাদের
চোরা সুরের টানে রে বন্ধু মনে যদি ওঠে গান
গানে গানে রেখ মনে ভুলে যেও অভিমান
ভরা নদীর বাঁকেরে বন্ধু ঢেউয়ে ঢেউয়ে দোলে গান
চলে যেতে হবে ভেবে কেঁদে ওঠে মন প্রান
শিল্পী: জেমস
ক্ষমা করে দিও আমায়, ক্ষমা করে দিও
মনে রেখ কেবল একজন ছিল, ভালবাসত শুধু তোমাদের
চোরা সুরের টানে রে বন্ধু মনে যদি ওঠে গান
গানে গানে রেখ মনে ভুলে যেও অভিমান
ভরা নদীর বাঁকেরে বন্ধু ঢেউয়ে ঢেউয়ে দোলে গান
চলে যেতে হবে ভেবে কেঁদে ওঠে মন প্রান
শিল্পী: জেমস
জিকির প্রলয়ের শিঙায় ফুঁক দিয়ে ওঠে ইস্রাফিলে শিল্পী: জেমস
প্রলয়ের শিঙায় ফুঁক দিয়ে ওঠে ইস্রাফিলে
চারিদিক থেকে কলবে কলবে রোল পড়ে যায়..
তলে তলে তল্লাটে তল্লাটে জিকির ওঠে॥
হায় হায় করে ওঠে তামাম জাহান,
নূরের ঝিলিক দেখে
কবর থেকে ওঠে দাঁড়িয়ে সকল ইনসান্…..
ইয়া রব ইয়া রব বলে ইয়া রব ইয়া রব বলে…
ইয়া রব ইয়া রব বলে….
তলে তলে তল্লাটে তল্লাটে জিকির ওঠে॥
কাতারে কাতার বান্দা হাজার, হেঁটে যায়,
পুল সিরাতের ওই পারে…
ইয়া রব ইয়া রব বলে ইয়া রব ইয়া রব..
ইয়া রব ইয়া রব বলে….
তলে তলে তল্লাটে তল্লাটে জিকির ওঠে॥
শিল্পী: জেমস
চারিদিক থেকে কলবে কলবে রোল পড়ে যায়..
তলে তলে তল্লাটে তল্লাটে জিকির ওঠে॥
হায় হায় করে ওঠে তামাম জাহান,
নূরের ঝিলিক দেখে
কবর থেকে ওঠে দাঁড়িয়ে সকল ইনসান্…..
ইয়া রব ইয়া রব বলে ইয়া রব ইয়া রব বলে…
ইয়া রব ইয়া রব বলে….
তলে তলে তল্লাটে তল্লাটে জিকির ওঠে॥
কাতারে কাতার বান্দা হাজার, হেঁটে যায়,
পুল সিরাতের ওই পারে…
ইয়া রব ইয়া রব বলে ইয়া রব ইয়া রব..
ইয়া রব ইয়া রব বলে….
তলে তলে তল্লাটে তল্লাটে জিকির ওঠে॥
শিল্পী: জেমস
যদি কখনো ভুল হয়ে যায় শিল্পী: জেমস
যদি কখনো ভুল হয়ে যায়
তুমি অপরাধ নিওনা
জানিনা কোনদিন ব্যথার প্রদীপ জ্বেলে
চেয়ে থাকা পথ শেষ হবে কিনা॥
মুসাফির আমি খুঁজে খুঁজে
ভুল পথে যদি হারিয়ে যাই একদিন
হয়তো কখনো আর ফেরা হবেনা
অভিমানী পথ চেয়ে দিন গুনো না॥
এই গান যদি সেই রাগিনীতে
সুর হয়ে বাজে তোমার কানে
জেনে নিও তুমি সেদিনের মত
আজো তোমাকে ভালবেসে ভাল আছি॥
শিল্পী: জেমস
তুমি অপরাধ নিওনা
জানিনা কোনদিন ব্যথার প্রদীপ জ্বেলে
চেয়ে থাকা পথ শেষ হবে কিনা॥
মুসাফির আমি খুঁজে খুঁজে
ভুল পথে যদি হারিয়ে যাই একদিন
হয়তো কখনো আর ফেরা হবেনা
অভিমানী পথ চেয়ে দিন গুনো না॥
এই গান যদি সেই রাগিনীতে
সুর হয়ে বাজে তোমার কানে
জেনে নিও তুমি সেদিনের মত
আজো তোমাকে ভালবেসে ভাল আছি॥
শিল্পী: জেমস
বাবা ছেলে আমার বড় হবে, শিল্পী: জেমস
বাবা
ছেলে আমার বড় হবে,মাকে বলত সে কথা
হবে মানুষের মত মানুষ এক লেখা ইতিহাসের পাতায়
নিজ হাতে খেতে পারতাম না,
বাবা বলত ও খোকা যখন আমি থাকবনা,
কি করবি রে বোকা…
এতো রক্তের সাখে রক্তের টান স্বার্থের অনেক উর্ধ্বে হঠাৎ
অজানা ঝড়ে তোমায় হারালাম
মাথায় আকাশ ভেঙ্গে পড়ল
বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,
কেউ বলেনা তোমার মত কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,
কেউ বলেনা মানিক কোথায় আমার ওরে বুকে আয়॥
চশমাটা তেমনি আছে, আছে লাঠি ও পাঞ্জাবী তোমার
ইজিচেয়ারটাও আছে, নেই সেখানে অলস দেহ শুধু তোমার
আযানের ধ্বনি আজো শুনি, ভোরে ভাঙ্গাবেনা ঘুম তুমি জানি
শুধু শুনিনা তোমার সেই দরাজ কন্ঠে পড়া পবিত্র কোরআনের বানী…
বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,
কেউ বলেনা তোমার মত কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কতরাত কতরাত দেখিনা তোমায়,
কেউ বলেনা মানিক কোথায় আমার ওরে বুকে আয়॥
শিল্পী: জেমস
কবিতা শিল্পী: জেমস
কবিতা
কবিতা, তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না
কবিতা, এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।
দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল।
বেদনা সিক্ত অশান্ত এই মন
খুঁজে ফেরে মেটায় প্রয়োজন
যতদূর জানে ব্যাকুল হৃদয়
নীল বিষের পেয়ালা মনের বাঁধন।
নয়ন গভীরে আঙিনায়
নিবিড়তার ছোঁয়ায় হৃদয় প্রতিমা
কোথায় হারালে বল পাবো তোমায়
বসন্তে মাতাল আমি এক অপূর্ণতায় ।
শিল্পী: জেমস
লোকাল বাস মমতাজ বাংলা লিরিক
লোকাল বাস
শিল্পীঃ প্রিতম হাসান, মমতাজ, শাফাইয়াত হসেইন
অ্যালবামঃ লোকাল বাস
সুরকারঃ প্রিতম হাসান
নিজের ভাল বুঝিস রে তুই
পথে পথে ঘুরিস রে তুই
আমানতের খেয়ামত কইরা করস রে সর্বনাশ
পথে পথে ঘুরিস রে তুই
আমানতের খেয়ামত কইরা করস রে সর্বনাশ
আমি কান্দি তোর দুঃখে
তুই ঘুরস মনের সুখে
কার দিকে নজর দিয়া আমারে হাই কোর্ট দেখাস
তুই ঘুরস মনের সুখে
কার দিকে নজর দিয়া আমারে হাই কোর্ট দেখাস
দেই কাঠের চশমা চোখে
দেখি শইষ্য এখন শোকে
শুধু ডানে বামে ঘুইরা ঘুইরা হইছে ফাঁপর বাজ
দেখি শইষ্য এখন শোকে
শুধু ডানে বামে ঘুইরা ঘুইরা হইছে ফাঁপর বাজ
বন্ধু তুই লোকাল বাস
বন্ধু তুই লোকাল বাস
আদর কইরা ঘরে তুলস
ঘাড় ধইরা নামাস (3x)
বন্ধু তুই লোকাল বাস
আদর কইরা ঘরে তুলস
ঘাড় ধইরা নামাস (3x)
* র্যাপ বাই শাফাইয়াত
ক তুই কই যাবি, গাড়ী তোর আমার চাবী
মিটাইয়া মনের দাবী পরে কইচ হাবি যাবি
জেম্নে চাচ অম্নে পাবি কবি আমি কারিগর
খাবার দাবার শেষ বাড়ি ঘর খালি কর
জোর কত জানি তোর সবাই তো স্বার্থপর
মনে তে রং লাগাইয়া হইয়া ঘুরস যাযাবর
মিটাইয়া মনের দাবী পরে কইচ হাবি যাবি
জেম্নে চাচ অম্নে পাবি কবি আমি কারিগর
খাবার দাবার শেষ বাড়ি ঘর খালি কর
জোর কত জানি তোর সবাই তো স্বার্থপর
মনে তে রং লাগাইয়া হইয়া ঘুরস যাযাবর
স্বার্থের পটি বাইন্ধা কানামাছি ভোঁ ভোঁ
পাগলেও বোঝে এখন টাকা পয়সার লোভ ও
পাঙ্খা ভাবে থাকি আগুনের গোলা বইলা
আইসা তুই খাবি খাবি মনে মনে মনা কোলা
চোরের মার বড় গলা লইয়া লবি যারে তারে
শারাফাতি ড্রাইভার এ, নরম পাইয়া বেরেক মারে
মুনাফা ছাড়া পরে না মাটিতে পারা
রক্ত চুইশা খাইয়া উপড়ে উঠছে যারা ওগো
দুনিয়ার ভোগে আছে দুনিয়ার শাস্তি
উস্তাদ বুইঝা হুইনা ডানে বামে প্লাস্টিক
পাগলেও বোঝে এখন টাকা পয়সার লোভ ও
পাঙ্খা ভাবে থাকি আগুনের গোলা বইলা
আইসা তুই খাবি খাবি মনে মনে মনা কোলা
চোরের মার বড় গলা লইয়া লবি যারে তারে
শারাফাতি ড্রাইভার এ, নরম পাইয়া বেরেক মারে
মুনাফা ছাড়া পরে না মাটিতে পারা
রক্ত চুইশা খাইয়া উপড়ে উঠছে যারা ওগো
দুনিয়ার ভোগে আছে দুনিয়ার শাস্তি
উস্তাদ বুইঝা হুইনা ডানে বামে প্লাস্টিক
ও তুই মনের কথা বুঝলি না
আমারেও গুনলি না
জনে জনে একই প্রেম তুই কতবার বিলাশ
আমারেও গুনলি না
জনে জনে একই প্রেম তুই কতবার বিলাশ
ওহ তুই দেখলি শুধু ফাইদা রে
আমারেও গুনলি না
দেখলি না সেই আদরে
ষোল আনা বুইঝা রে তুই অন্য দিকে চাস
আমারেও গুনলি না
দেখলি না সেই আদরে
ষোল আনা বুইঝা রে তুই অন্য দিকে চাস
দিল জ্বালা বাড়ায় বুকের দেখি না চেহারা সুখের
সে তো অলি গলি ধরা খাইয়া হইছে পাঙ্গা বাজ
সে তো অলি গলি ধরা খাইয়া হইছে পাঙ্গা বাজ
বন্ধু তুই লোকাল বাস বন্ধু তুই লোকাল বাস
আদর কইরা ঘরে তুলস ঘাড় ধইরা নামাস (x4)
আদর কইরা ঘরে তুলস ঘাড় ধইরা নামাস (x4)
তুই লোকাল বাস বন্ধু তুই লোকাল বাস
আদর কইরা ঘরে তুলস ঘাড় ধইরা নামাস!
আদর কইরা ঘরে তুলস ঘাড় ধইরা নামাস!
Tuesday, January 23, 2018
হৃদয়ের একলা প্রান্তরে স্বপ্নের চিবুক ধরে শিল্পী: জেমস
হৃদয়ের একলা প্রান্তরে স্বপ্নের চিবুক ধরে
হৃদয়ের একলা প্রান্তরে স্বপ্নের চিবুক ধরে
অনন্ত একাকী পড়ে আছি এই আমি
অন্ধকার বানী হাল টানে রে
আমার রাতের শয্যা শুধু বিষাদের চাদর
ও কান্না, প্রজাপতি খুশীরা বিবাগী এখন
বিষণ্ণ বহু বিকেলে ধু ধু যমুনার বুকে
ঝিঝির কোরাসে-
বেজে ওঠে মেলোডি বেদনার বালুচরে
জীবনের এই অ্যালবামে বিবর্ণ বহু ছবিতে
রঙ্গিন দিন গুলো-
সাদা কালো হয়ে গেছে তোমায় না পেয়ে
শিল্পী: জেমস
অ্যালবাম: জেল থেকে বলছি
এই শহরের কত শত অট্টালিকার ফাঁকে (গায়ক) জেমস
জানালা ভরা আকাশ (এই শহরের কত শত অট্টালিকার ফাঁকে)
এই শহরের কত শত অট্টালিকার ফাঁকেআমার জানালা ভরে ছবি হয়ে ঝুলছে আকাশ
আমি আর এক ফালি নিষ্পাপ চাঁদ
সারারাত কথা বলে হয়েছি উদাস
এখন রাত জেগে জানালায় মাথা রেখে
তুমিও কি দেখছো আকাশ আমারই মত
আমি আর এক ফালি নিষ্পাপ চাঁদ
সারারাত কথা বলে হয়েছি উদাস
নির্জন এই রাতে ও-চাঁদ প্রিয় চাঁদ
কিছু ঘুম দাও না এনে আমার দু’চোখে
আমি আর এক ফালি নিষ্পাপ চাঁদ
সারারাত কথা বলে হয়েছি উদাস ।
কন্ঠ – জেমস
কথাঃ লতিফুল ইসলাম শিবলী
সুরবিন্যাসঃ প্রিন্স মাহমুদ
অ্যালবামঃ প্রিন্স মাহমুদের সুরে ‘শক্তি’ (ব্যান্ড মিক্সড)
রাখেনি আমায় কেউ তোর মত করে (গায়ক) জেমস
রাখেনি আমায় কেউ তোর মত করে
রাখেনি আমায় কেউ তোর মত করে
বুকের ভিতরে আঁচলে পুরে,
কেউ বাসেনি এত ভাল মোরে
কেমনে বন্ধু, বন্ধু ভুলি তোরে।
কেউ দেখেনি, কেউ দেখেনি
আমার চোখে জল
তুইতো প্রথম বলেছিলি
কষ্টে ভাসে জল।
কেউ চোঁয়নি আমার বুকের ব্যথা
আরে তুইতো প্রথম চোঁয়েছিলি
দিয়ে মুখের কথা।
(গায়ক) জেমস
Subscribe to:
Posts (Atom)