Wednesday, January 31, 2018

দুঃখ কেন করো রে মন শিল্পী জেমস

দুঃখ কেন করো রে মন
দুঃখ তোমার ঘুঁচবে না ও মন
দুঃখ যদি নাই বা পাবে
সুখের কদর বুঝতে না হে

কাঁদতে কেন চাও রে ও মন
কান্না তোমার ফুরাবে না যখন
কাঁদতে গিয়ে হেসো এবার
শোকের লগন মিলবে না আর

কান্না নিয়েই জীবন শুরু
কান্না নিয়েই জীবন শেষ
মধ্যেখানে থাক না শুধু
আনন্দ আর হাসির রেশ

শিল্পীঃ জেমস

No comments:

Post a Comment