Tuesday, January 23, 2018

রাখেনি আমায় কেউ তোর মত করে (গায়ক) জেমস


রাখেনি আমায় কেউ তোর মত করে

                                                                   

রাখেনি আমায় কেউ তোর মত করে
বুকের ভিতরে আঁচলে পুরে,
কেউ বাসেনি এত ভাল মোরে
কেমনে বন্ধু, বন্ধু ভুলি তোরে।

কেউ দেখেনি, কেউ দেখেনি
আমার চোখে জল
তুইতো প্রথম বলেছিলি
কষ্টে ভাসে জল।

কেউ চোঁয়নি আমার বুকের ব্যথা
আরে তুইতো প্রথম চোঁয়েছিলি
দিয়ে মুখের কথা।

 (গায়ক) জেমস

No comments:

Post a Comment