Tuesday, January 23, 2018

এই শহরের কত শত অট্টালিকার ফাঁকে (গায়ক) জেমস

জানালা ভরা আকাশ (এই শহরের কত শত অট্টালিকার ফাঁকে)

এই শহরের কত শত অট্টালিকার ফাঁকে
আমার জানালা ভরে ছবি হয়ে ঝুলছে আকাশ
আমি আর এক ফালি নিষ্পাপ চাঁদ
সারারাত কথা বলে হয়েছি উদাস

এখন রাত জেগে জানালায় মাথা রেখে
তুমিও কি দেখছো আকাশ আমারই মত
আমি আর এক ফালি নিষ্পাপ চাঁদ
সারারাত কথা বলে হয়েছি উদাস

নির্জন এই রাতে ও-চাঁদ প্রিয় চাঁদ
কিছু ঘুম দাও না এনে আমার দু’চোখে
আমি আর এক ফালি নিষ্পাপ চাঁদ
সারারাত কথা বলে হয়েছি উদাস ।


কন্ঠ – জেমস
কথাঃ লতিফুল ইসলাম শিবলী
সুরবিন্যাসঃ প্রিন্স মাহমুদ
অ্যালবামঃ প্রিন্স মাহমুদের সুরে ‘শক্তি’ (ব্যান্ড মিক্সড)

No comments:

Post a Comment