Tuesday, January 23, 2018

হৃদয়ের একলা প্রান্তরে স্বপ্নের চিবুক ধরে শিল্পী: জেমস

হৃদয়ের একলা প্রান্তরে স্বপ্নের চিবুক ধরে



হৃদয়ের একলা প্রান্তরে স্বপ্নের চিবুক ধরে
অনন্ত একাকী পড়ে আছি এই আমি
অন্ধকার বানী হাল টানে রে

আমার রাতের শয্যা শুধু বিষাদের চাদর
ও কান্না, প্রজাপতি খুশীরা বিবাগী এখন

বিষণ্ণ বহু বিকেলে ধু ধু যমুনার বুকে
ঝিঝির কোরাসে-
বেজে ওঠে মেলোডি বেদনার বালুচরে

জীবনের এই অ্যালবামে বিবর্ণ বহু ছবিতে
রঙ্গিন দিন গুলো-
সাদা কালো হয়ে গেছে তোমায় না পেয়ে

শিল্পী: জেমস
অ্যালবাম: জেল থেকে বলছি

No comments:

Post a Comment